পেনশনভোগী বয়স্ক মানুষদের জন্য নয়া উদ্যোগ কেন্দ্রের। এবার থেকে লাইফ সার্টিফিকেট জমার জন্য আর দিতে হবে না লাইন। মূলত অশীতিপর মানুষ বা অসুস্থদের কষ্ট লাঘবের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। ফলে এখন থেকে রোদ-ঝড়-জলে পোস্ট অফিস বা ব্যাঙ্কের সামনের লম্বা লাইনে দাঁড়ানো থেকে নিস্তার পাবেন দেশের প্রায় এককোটি পেনশনভোগী।
কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করলেই ব্যাঙ্কের ঝক্কি থেকে মুক্তি পাবেন বয়স্করা।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রথমেই ‘আধার ফেস আরডি অ্যাপ’ ডাউনলোড করতে হবে।
এরপর jeevanpramaan.gov.in-এ ক্লিক করে জীবন প্রমাণ ফেস অ্যাপটি ডাউনলোড করতে হবে।
এখানে ব্যক্তির মেল আইডির প্রয়োজন পড়বে।
সেই মেল আইডিতে আসা ওটিপি নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর অ্যাপটি ডাউনলোড করা যাবে।
অ্যাপটির অনুমোদনে ব্যাক্তির আধার, মেল আইডি, ফোন নম্বর লাগবে।
এরপর ফের একটি ওটিপি পাঠানো হবে মোবাইলে।
পেনশনভোগীকে ফের আধার নম্বর দিয়ে নিজের মুখের ছবি স্ক্যান করতে হবে।
এমনকি, নিজের মুখের ছবি নেওয়ার সময় বাধ্যতামূলকভাবে চোখের পলক ফেলতে হবে।
পরিচয় যাচাইয়ের পর ওই অ্যাপেই মিলবে ব্যক্তির প্রমাণ আইডি এবং ডিজিটাল সার্টিফিকেট।
ওই সার্টিফিকেট তৈরি হতেই তা ডাউনলোডের লিঙ্ক এসএমএস মারফত পাঠানো হবে মোবাইলে।
সেই লিঙ্ক থেকেই ডাউনলোড হবে সার্টিফিকেট।
তবে সেক্ষেত্রে ১০ সংখ্যার প্রমাণ আইডিটি নির্দিষ্ট জায়গায় বসাতে হবে।