বাক স্বাধীনতার ধারণা ভারত অন্য কারও কাছে শিখবে না। কানাডা বিতর্কে ওয়াশিংটনে গিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে তা হিংসার পর্যায়ে যাওয়া কখনও উচিত নয়। মনে করছেন, এস জয়শঙ্কর।
শুক্রবার আমেরিকায় ওয়াশিংটন ডিসি-তে সাংবাদিক বৈঠক করে জয়শঙ্কর বলেন, "আমরা গণতন্ত্রে বাস করি। আমাদের বাকস্বাধীনতার অর্থ অন্য কারও কাছে শিখতে হবে না। আমরা অন্য কাউকে বলতে পারি। বিশ্বাস করি না, এই বাকস্বাধীনতা, ভাবনার স্বাধীনতা কখনও হিংসায় পরিণত হওয়া উচিত নয়। এটা স্বাধীনতার অপব্যবহার।"
এরপরই বিদেশমন্ত্রী প্রশ্ন করেন, যদি অন্য কোনও দেশ ভারতের জায়গায় থাকত, তা হলে কী করত। কূটনীতিবিদ, দূতাবাস, নাগরিকরা সমস্যায় পড়েছেন। সাও ফ্রান্সিসকোতে চলতি বছর জুলাইয়ে ভারতীয় দূতাবাসে হামলা হয়েছিল। এই নিয়েও আমেরিকার সঙ্গে কথা চলছে ভারতের। এস জয়শঙ্কর জানিয়েছেন, "যদি কোনও বিষয় নিয়ে কথা হয়, তা বলতে আপত্তি নেই। ভারত-আমেরিকার সম্পর্ক বহুমাত্রিক। এই ইস্যু নিয়ে আমেরিকার সঙ্গে কথা চলছে ভারতের।