মঙ্গলবার সকালে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা । লাইনচ্যূত হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস । জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে বেলাইন হয়েছে অন্তত ১৮টি কামরা । চক্রধরপুরের রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝামাঝি দুর্ঘটনাটি ঘটেছে । সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২ জনের । আহত হয়েছেন কমপক্ষে ২০ জন । ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে । সেক্ষেত্রে আহত ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর । উল্লেখ্য, এই নিয়ে গত দুই মাসে তিনটি ট্রেন দুর্ঘটনা ঘটল ।
যাত্রীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোর তখন পৌনে চারটে । বাদাবোম্বো পার হয়ে এগোচ্ছিল ট্রেনটি । হঠাৎ বিকট শব্দ । থেমে যায় ট্রেন । আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তে । ট্রেন থেকে নেমে তাঁরা দেখেন, লাইনচ্যূত হয় ১৮টি কামরা । রেলসূত্রে খবর, ১৮টি কামরার মধ্যে ১৬টিতেই যাত্রীরা ছিলেন । বাকি দু’টির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার । রেলের তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে । যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ । আহতদের উদ্ধার করে চক্রধরপুরের হাসপাতালে পাঠানো হচ্ছে বলে খবর ।
কী কারণে এই দুর্ঘটনা এখনও স্পষ্ট হয়নি । রেলসূত্রে খবর, মুম্বইগামী ট্রেনটির কাছেই একটি মালগাড়িও বেলাইন হয় । লাইনের উপরই পড়েছিল কয়েকটি বগি । মনে করা হচ্ছে বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই লাইনচ্যুত হয়েছে হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস । একইসঙ্গে মালগাড়ির সঙ্গে কোনওভাবে সংঘর্ষেও ট্রেন দুর্ঘটনা ঘটতে পারে । অর্থাৎ দু'টি ঘটনার সঙ্গে কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।