গত কয়েক বছরে ভারতীয়দের এ দেশের নাগরিকত্ব (Indian Citizenship) ছাড়ার প্রবণতা ক্রমশ বাড়ছে। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ভারতীয় নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের প্রবণতা বেড়েছে অনেকটাই। বহুজন সমাজ পার্টি বা বিএসপির সাংসদ (MP) হাজির ফজলুর রহমানের প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ২০২০ সালে ৮৫ হাজারের কিছু বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছিলেন। কিন্তু ২০২১ সালে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৩৭০।
satellite internet Service:ইসরোর সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেবে ওয়ান ওয়েব
ভারতীয় নাগরিকত্ব ছেড়ে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। ২০২১ সালে ৭৮ হাজার ২৮৪ জন ভারতের নাগরিকত্ব ছেড়ে আমেরিকার নাগরিকত্বের জন্য আবেবলদন করেছেন। এর পরেই রয়েছে অস্ট্রেলিয়া। ২৩,৫৩৩ জন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছেন। ২১,৫৯৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে কানাডার নাগরিক হয়েছেন। চতুর্থ স্থানে রয়েছে ব্রিটেন।
২০২১ সালের ডিসেম্বরে সরকার জানিয়েছিল, গত সাত বছরে সাড়ে আট লক্ষ মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিক হয়েছেন। উপরে উল্লিখিত দেশগুলি ছাড়াও ইতালি, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জার্মানি, নেদারল্যান্ডস এবং সুইডেনের নাগরিকত্ব নিয়েছেন ভারতীয়রা।