২২ বছর আগের সংসদে জঙ্গি হামলার স্মৃতি ফের ফিরে এল বুধবার। এদিন সকালে লোকসভার গ্যালারি থেকে চেম্বারের ভিতরে ঝাঁপিয়ে পড়েন দুই যুবক। তাঁরা রং বোমা ছুড়তে থাকেন বলে অভিযোগ। অভিযুক্ত দুজনকেই আটক করা হয়েছে।
২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এদিনও অন্য দিনের মতো শীতকালীন অধিবেশন চলছিল। এমন সময় দুই যুবক সভার মাঝে লাফিয়ে পড়েন। এবং রং বোমা ছুড়তে শুরু করেন।
লোকসভার ভিতরে থাকা একটি CCTV তে দেখা গিয়েছে নীল রঙের জামা পরে এক যুবক সংসগের ডেস্কের দিকে এগিয়ে আসতে থাকে। অন্যদিকে অপর এক যুবক গ্যালারি থেকে রং বোমা ফাটাতে শুরু করে।