ভিনধর্মে বিয়ের কারণে খুনের অভিযোগ নিয়ে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়(DY Chandrachud)। ‘আইন এবং নৈতিকতা: সীমা এবং সার্থকতা’ নামক এক বক্তৃতার মধ্যেই এই মন্তব্য করেন বিচারপতি চন্দ্রচূড়। প্রধান বিচারপতি(DY Chandrachud) জানান, আইন সাধারণত বহির্জগতের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। কিন্তু নৈতিকতা অভ্যন্তরীণ বিষয়। তিনি জানান, ভিনজাত বা ভিনধর্মে বিয়ে(Honour Killing) করলে বেশিরভাগ ক্ষেত্রেই পরিবার-পরিজনকে পাশে পাওয়া যায় না।
এরপরেই তিনি উল্লেখ্য করেন ১৯৯১ সালের এক ঘটনার কথাও। জানা গিয়েছে, ১৯৯১ সালে উত্তরপ্রদেশে(UP Girl allegedly Murdered) ১৫ বছরের এক কিশোরী বাড়ির অমতে 'নিম্নবর্ণ'-এর এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। অভিযোগ, কিছুদিন বাদেই খোঁজ পেয়ে গ্রামবাসীরা তাঁদের হত্যা করে(Honour Killing)। পরিবার ও গ্রামবাসীদের দাবি ছিল, সমাজের নীতি অনুযায়ী তাঁরা সঠিক কাজ করেছেন।
আরও পড়ুন- UP Crime News: ফের শিরোনামে উত্তরপ্রদেশ, বদায়ুঁর সর্ষেক্ষেত থেকে উদ্ধার কিশোরীর ক্ষতবিক্ষত দেহ
এরপরেই বিচারপতি চন্দ্রচূড়(DY Chandrachud) জানান, সকলের নৈতিকতা সমান নয়। বরাবরই সমাজের উঁচুতলার মানুষের মতামতই প্রাধান্য পায় বলে জানান বিচারপতি(Supreme Court)। সেক্ষেত্রে অপেক্ষাকৃত দুর্বল শ্রেণির উপরে ক্ষমতাসীনদের ছড়ি ঘোরাতে দেখা যায় বলেও মত বিচারপতি চন্দ্রচূড়ের।