স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে । জানা গিয়েছে, মায়ের শ্রাদ্ধের জন্য স্ত্রীয়ের কাছে তার কানের দুল চেয়েছিলেন ওই যুবক । অভিযোগ, স্ত্রী রাজি না হওয়ায় তাঁকে খুন করে যুবক । মহারাষ্ট্রের পালঘরের ঘটনা । অভিযুক্ত যুবক পলাতক ।
জানা গিয়েছে, দিন কয়েক আগেই যুবকের মা মারা যান । তাঁর শ্রাদ্ধের জন্য অর্থের প্রয়োজন ছিল । তাই, স্ত্রীয়ের গয়না বন্দক দিয়েই শ্রাদ্ধের আয়োজন করে ওই যুবক । কিন্তু, তাতেও টাকা কম পড়ে যায় । শেষে স্ত্রীর কানের দুলটি দাবি করে বসেন তিনি । কিন্তু, তাঁর স্ত্রী তাতে রাজি হননি । আর তাতেই যত বিপত্তি । দু'জনের মধ্যে তুমুল অশান্তি হয় । সেইসময় রাগের মাথায় স্ত্রীর গলা টিপে ধরেন যুবক । আর তাতেই মহিলার মৃত্যু হয় । পরে বাড়ি থেকে দুর্গন্ধ বেরোলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন ।
স্ত্রীকে খুন করার পর থেকেই যুবক পলাতক । তাঁদের ১৪ বছরের একটি ছেলে রয়েছে । তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ ।