হাসি দিয়েই নববধূর মন জয় করতে চেয়েছিলেন, হায়দ্রাবাদের ২৮ বছরের যুবক। আর তাতেই ঘটল মহা বিপদ, চলে গেল প্রাণটাই। বিয়ের আগে, হাসি আরও সুন্দর করতে ডেন্টাল ক্লিনিকে গিয়ে সৌন্দর্যবৃদ্ধির অস্ত্রোপচার করেছিলেন ওই যুবক। আর তাতেই মৃত্যু হয় তাঁর।
১৬ ফেব্রুয়ারি , লক্ষ্মী নারায়ণ ভিনজাম নামের ওই ব্যক্তি জুবিলি হিলসের এফএমএস ইন্টারন্যাশনাল ডেন্টাল ক্লিনিকে অস্ত্রোপচার করতে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। ভিনজামের বাবা রামুলু ভিনজাম অভিযোগ, অতিরিক্ত অ্যানেস্থেশিয়ার প্রয়োগে তাঁর ছেলের মৃত্যু হয়েছে। বাবার আরও অভিযোগ, অস্ত্রোপচারের সময় ছেলে অজ্ঞান হয়ে যাওয়ার পর তাঁকে খবর দেওয়া হয়। ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।