উপার্জন ও লভ্যাংশের মধ্যে সামজ্ঞস্য নেই। বিবিসি (BBC) সংবাদমাধ্যমের অফিসে তিনদিন সমীক্ষা চালিয়ে এমনই বিবৃতি ভারতীয় আয়কর বিভাগের (Income Tax Department)।
সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স বা সিবিডিটি শুক্রবার একটি বিবৃতি জারি করেছে। বিবিসি সংবাদমাধ্যমের নাম না করে জানানো হয়েছে, কর্মীদের সঙ্গে কথা বলে, নথি সংগ্রহ করে ও একাধিক তথ্য সংগ্রহ করেছেন আয়কর বিভাগের আধিকারিকরা। সেই বিবৃতির মাধ্যমে জানা গিয়েছে, সমীক্ষায় একাধিক অসচ্ছতা ও বেনিয়ম খুঁজে পাওয়া গিয়েছে।
আরও পড়ুন - শেষ 'সমীক্ষা',৬০ ঘণ্টা পর বিবিসি-র অফিস ছাড়লেন আয়কর কর্তারা, সহযোগিতার আশ্বাস BBC-র
গত ১৪ ফেব্রুয়ারি বিবিসির কলকাতা ও মুম্বই দফতরে সমীক্ষা চালায় আয়কর বিভাগ। ৬০ ঘণ্টা ধরে অফিসের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে