PM campaign for Mamata Banerjee : 'মমতাদি' প্রধানমন্ত্রী হিসাবে চাই, নতুন ওয়েবসাইটে শুরু প্রচার

Updated : May 14, 2022 23:27
|
Editorji News Desk

দেশের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হোক মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৪ সালেই যাতে ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী মমতাই হন, তার জন্য দেশজুড়ে জনমত গড়ে তুলতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে চালু হল ‘ইন্ডিয়াওয়ান্টসমমতাদি’ (IndiaWantsMamataDi) শীর্ষক ওয়েবসাইট। সেই সময়েই নির্বাচনী রাজনীতিতে চার দশক পূর্ণ করবেন মমতা। তাই  দিল্লিতেও আসুক মা-মাটি-মানুষের সরকার। এমনই চাইছে জনতার একটা বড় অংশ।

দেশের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হোক মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৪ সালেই যাতে ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী মমতাই হন, তার জন্য দেশজুড়ে জনমত গড়ে তুলতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে চালু হল ‘ইন্ডিয়াওয়ান্টসমমতাদি’ শীর্ষক ওয়েবসাইট। সেই সময়েই নির্বাচনী রাজনীতিতে চার দশক পূর্ণ করবেন মমতা। তাই  দিল্লিতেও আসুক মা-মাটি-মানুষের সরকার। এমনই চাইছে জনতার একটা বড় অংশ।

বাংলার মুখ্যমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে তুলে ধরতে গত বছরের জুন মাস থেকে তৃণমূল মনস্ক একঝাঁক তরুণ তুর্কিদের একটি সম্প্রদায় একই শিরোনামে  সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারাভিযান শুরু করেছিল।  ঠিক যেভাবে ২০২১ সালে বাংলা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ প্রচার অভিযান চালানো হয়েছিল, সেই একই ঢঙে আরও বড় আকারে প্রচারের পরিকল্পনা করেছে সম্প্রদায়টি। তাতেই  নতুন পদক্ষেপ এই ওয়েবসাইট।

শনিবার সম্প্রদায়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি চালু করা হয়েছে। এদিন কলকাতায় ওয়েবসাইটির উদ্বোধন করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন (Derek O Brien)। খুব শীঘ্রই সম্প্রদায়ের পক্ষ থেকে ‘উত্তরণ’ শীর্ষক ডিজিটাল ম্যাগাজিন আসতে চলেছে বলেও ওয়েবসাইটের প্রথম পাতাতেই মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ঘোষণা করা হয়েছে। ওয়েবসাইটের পরতে পরতে মমতা সরকারের সাফল্যের খতিয়ান থেকে শুরু করে ছবি, মুখ্যমন্ত্রীর বক্তব্য, ভাষণ সবকিছুই পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়াতে ‘IndiaWantsMamataDi’ প্রচারাভিযান আগেই পরিচিত লাভ করেছিল। তাকেই আর জোরদার করার লক্ষ্যেই ওয়েবসাইটের ভাবনা বলেই জানা গিয়েছে।

সারা দেশের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন ও মমতার কৃতিত্বের কথা দেশে মানুষের সামনে তুলে ধরায় এই ওয়েবসাইটের উদ্দেশ্য। কীভাবে তিনি ৩৪ বছরের বাম শাসন থেকে বাংলাকে মুক্ত করেছেন এবং জাতীয় রাজনীতির আঙিনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চ্যালেঞ্জার হিসেবে নিজেকে একেবারে সামনের সারিতে নিয়ে এসেছেন, সেই সমস্ত তথ্যই মিলবে ওয়েবসাইটে। ২০২৪ সালে  মমতাকে দেশের  প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য তারা যে স্বপ্ন দেখেছেন, তাকে বাস্তবায়িত করতে এই সম্প্রদায় কতটা জোরদার চেষ্টা করবে, তা ওয়েবসাইটের ভূমিকাতেই উল্লেখ করা হয়েছে। 

TMCMamata BanerjeeLok Saba

Recommended For You

editorji | ভারত

Prashant Kishor Arrest : অনশন হঠিয়ে পাটনায় গ্রেফতার করা হল প্রশান্ত কিশোরকে

editorji | ভারত

Blinkit: দুয়ারে অ্যাম্বুল্যান্স! ১০ মিনিটে পৌঁছে দেবে Blinkit

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Pass-Fail System : নিজেদের নীতিতেই ভোলবদল মোদী সরকারের, পঞ্চম থেকে অষ্টমে ফিরছে পাস-ফেল