রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামের মূর্তির আবরণ উন্মোচন করতেই আকাশ থেকে পুষ্পবৃষ্টি করল বায়ুসেনার (IAF) চপার।
বায়ুসেনার ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর হেলিকপ্টার রাম জন্মভূমি মন্দির চত্বরে পুষ্পবৃষ্টি করছে। আর তা দেখেই আবেগে ভাসছেন উপস্থিত সকলে। কেউ আবার সেই ঐতিহাসিক মুহূর্ত মুঠোফোন বন্দি করে রাখছেন।
পুষ্পবৃষ্টির পাশাপাশি মূর্তি উন্মোচনের সময় অতিথিদের যে ঘণ্টা দেওয়া হয়েছে, আরতি অনুষ্ঠানের সময় বাজাচ্ছিলেন তাঁরা। এছাড়াও ৩০ জন মিউজিশিয়ানকেও একসঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে দেখা গিয়েছে আরতি অনুষ্ঠানের সময়।
দুপুর ১২টা বেজে ২০ মিনিটে শুরু হয় পুজার অনুষ্ঠান। পুজোর পর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। রাম মন্দির নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের একজন সদস্য জানিয়েছেন, 'প্রধানমন্ত্রী মন্দির নির্মাণের সাথে যুক্ত শ্রমিকদের সঙ্গেও কথা বলবেন।