জুন মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলের পর জুলাই মাসে প্রকাশিত হতে পারে আইসিএসই-র ফল। এই বছর দুটি সেমেস্টারে পরীক্ষা হয়েছে আইসিএসই-তে। এরমধ্যে সম্প্রতি শেষ হয়েছে দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা। ইতিমধ্যে শুরু হয়েছে খাতা দেখার কাজ। কিন্তু প্রশ্ন উঠছে, কী ভাবে মার্কশিটে দুটি পরীক্ষার নম্বর যুক্ত করা হবে ?
কারণ, অন্যান্য়বার মার্কশিটে যোগ হত ফাইনাল আর প্র্যাক্টিক্যালের নম্বর। এবার তারসঙ্গে যুক্ত হবে সেমেস্টারের নম্বরও। দুটি সেমেস্টারে দুটি ভিন্ন ধরণের প্রশ্নে পরীক্ষা দিয়েছে পড়ুয়ারা। প্রথম সেমেস্টার ছোট প্রশ্নের উপরেই মূলত পরীক্ষা হয়েছিল। কিন্তু দ্বিতীয় সেমেস্টারে তা হয়নি। এই দুই পরীক্ষার এবং স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর যোগ হবে চূড়ান্ত মার্কশিটে। তবে এখনও দ্য কাউন্সিল অব ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনসের তরফে জানানো হয়নি কোন পরীক্ষার গুরুত্ব কতটা হবে। অর্থাৎ এই সংক্রান্ত কোনও ফরমুলা এখনও পর্যন্ত ঘোষণা করেনি বোর্ড।
আরও পড়ুন: কীভাবে খুন করা হয় শুভজিতকে, জানালেন শুভজিৎ খুনে মূল অভিযুক্ত সুবীর অধিকারী
ফলপ্রকাশের পর ৬০ দিন উত্তরপত্রগুলি বোর্ড সংরক্ষণ করবে। বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে মূল্যায়নে অসন্তুষ্ট কোনও পড়ুয়া পুনর্মূল্যায়নের আবেদন জানাতে পারবে।