কলি যুগে বাঁচতে গেলে আগে কেবল টাকা লাগত, আজকাল শিক্ষাগত যোগ্যতা আর ডিগ্রিও লাগে৷ তাও স্নাতক হলে চলবে না, লাগবে আইআইটি বা আইআইএমের ডিগ্রি, অথবা হতে হবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এই ডিগ্রি এবার কোনও ইন্টারভিউয়ে বা চাকরির জন্য নয় লাগবে বাড়িভাড়া পেতে।
অবিশ্বাস্য শোনালেও একথা সত্যি। সম্প্রতি বেঙ্গালুরু শহরের এমনই ঘটনা এসেছে সামনে। জানা যাচ্ছে, সেখানে দালালরা বাড়ি ভাড়া খুঁজে দিতে চাইছেন শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র। প্রোফাইল পছন্দ হলে তবেই মিলবে ভাড়া বাড়ি, অন্যথায় নয়।
যে সে ডিগ্রিও চলবে না, থাকতে হবে আইআইটি বা আইআইএমের সার্টিফিকেট। একটি বিশ্বস্ত সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রিয়াংশ জৈন নামে এক ব্যক্তির সম্প্রতি বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া খুঁজতে ছুটেছে কালঘাম। দালালরা তাঁর শিক্ষাগত যোগ্যতা জানতে চান৷ প্রিয়াংশ জানান, তিনি এক জন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। একটি আন্তর্জাতিক মানের সংস্থায় ভাল পদে আছেন। তাঁর কথার সত্যতা যাচাই করতেও নাকি চাওয়া হয়েছিল তাঁর লিঙ্কডিন অ্যাকাউন্ট।