দেশজুড়ে বাড়ছে ঘৃণা এবং বিদ্বেষের সংস্কৃতি। তাতে সহায়ক ভূমিকা নিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi)। প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টের (IIM) শতাধিক অধ্যাপক এবং পড়ুয়া।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের আমেদাবাদ ও বেঙ্গালুরু শাখা থেকে প্রায় শতাধিক পড়ুয়া ও অধ্যাপক চিঠি লিখে দেশে বেড়ে চলা বিদ্বেষমূলক বার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যে চিঠি এই মর্মে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে , তাতে অন্ততপক্ষে ১৮৩ জন পড়ুয়া ও অধ্যাপকের নাম স্বাক্ষরিত রয়েছে।
আরও পড়ুন: Varanasi: পবিত্র গঙ্গার ঘাটে অহিন্দুদের প্রবেশ নিষেধ, পোস্টার পড়ল বারাণসীতে
বৃহস্পতিবার মোদীর কাছে পাঠানো এই চিঠিতে, প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানানো হয় যে, যে 'সমস্ত শক্তি আমাদের (দেশকে) ভাঙতে চাইছে তাদের বিরুদ্ধে যেন শক্ত হন' প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো ১৮৩ জনের স্বাক্ষরিত এই চিঠিতে ১৭৮ জন আইআইএম বেঙ্গালুরুর সদস্য। ৫ জন রয়েছেন আইআইএম আমেদাবাদ থেকে। জানা গিয়েছে, হরিদ্বারের বিদ্বেষমূলক বক্তব্যের পরই আইআইএম বেঙ্গালুরুর সদস্যরা ঠিক করেছিলেন যে তাঁরা এই ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠাবেন। আর্জি ছিল, ধর্মসংসদ সম্পর্কীয় যে বিতর্কিত দিকটি উঠে এসেছে, তাতে যেন নজর দেন প্রধানমন্ত্রী।
চিঠিতে উল্লেখ করা হয়, ' কোনও ভয় বা লজ্জা ছাড়া আমাদের ধর্মাচরণের অধিকার আমাদের সংবিধান দিয়েছে। এখন আমাদের দেশে একটি ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। ধর্মীয় আরাধনার স্থান যেমন চার্চ ভেঙে দেওয়ার ঘটনা এখন সামনে আসছে।'