ছাত্রদের সুস্থ থাকার বার্তা দিতে দিতেই চিরঘুমে চলে গেলেন আইআইটির অধ্যাপক। তাঁর শেষ ৫টি শব্দ ছিল ‘টেক কেয়ার অফ ইওর হেল্থ। আইআইটি কানপুরে একটি সেমিনারে ভাষণ দিতে গিয়ে ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, সমীর খান্দেকার ডিন এবং মেকানিক্যাল ইঞ্জিনিরিং বিভাগের প্রধান ছিলেন। শুক্রবার ভাষণ দেওয়ার সময়েই মঞ্চে পড়ে যান তিনি।
Digha-Mandarmani: অপরাধ রুখতে উদ্যোগ, দিঘা-মন্দারমনির হোটেলে পুলিশের অতিথি পোর্টালে নথিভুক্ত করতে হবে নাম
এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। ছাত্রদের ভাল থাকার, ভাল হয়ে হলের বার্তা দিতে দিতেই চিরঘুমে চলে গেলেন প্রফেসর। কয়েক বছর আগে তাঁর উচ্চ রক্তচাপ ধরা পড়েছিল।