একমাসে পরপর দুটো আত্মহত্যার ঘটনার তদন্তের জন্য অন্তর্বর্তী কমিটি গঠন করার সিদ্ধান্ত নিল মাদ্রাজ আইআইটি। গত ১৪ মার্চ নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় আইআইটি মাদ্রাজের এক পড়ুয়াকে। বিটেকের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই পড়াশোনায় মনসংযোগ করতে সমস্যায় হচ্ছিল ওই পড়ুয়ার। সিলেবাস শেষ করতে পারবেন কিনা, তা নিয়ে চিন্তায় ছিলেন।
ঠিক একইরকম একটি ঘটনা ঘটেছিল ১৪ ফেব্রুয়ারি। সেবার হস্টেলে ঘরে যাঁর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল, তিনি ছিলেন ইঞ্জিনিয়ারিং-এর স্মাতকোত্তরের ছাত্র।
পরপর আত্মহত্যার ঘটনায় উদ্বিগ্ন আইআইটি কর্তৃপক্ষ এই বিষয়ে একটি অন্তর্বর্তী তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। কমিটিতে আইআইটির শিক্ষকদের সঙ্গে রয়েছেন পড়ুয়ারাও।