ফের একবার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষে পৌঁছে গেল আইআইটি মাদ্রাজ। এই নিয়ে টানা পঞ্চমবার শীর্ষস্থানে এই বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা পেল বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেস। বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থানে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, চতুর্থ স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং পঞ্চম স্থানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।
দেশের কলেজগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে দিল্লির মিরান্ডা হাউজ। পঞ্চম স্থানে রয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেস। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে আইআইটি দিল্লি, আইআইটি মুম্বই ও আইআইটি কানপুর।