১৬ বছরের কিশোরীকে হেনস্তা করতে 'আইটেম' শব্দটির ব্যবহার করেছিলেন ২৫ বছরের এক ব্যবসায়ী। সেই অপরাধে তাঁকে দেড় বছরের কারাবাসের সাজা শোনাল মুম্বইয়ের আদালত। অভিযোগ, ২০১৫ সালে ওই কিশোরীকে স্কুল যাওয়ার পথে আটকে ছিলেন ওই ব্যবসায়ী। তারপর তিনি তার চুলের মুঠি ধরে তাকে হেনস্তা করতে করতে 'আইটেম' শব্দটি বলেন। হেনস্থার অভিযোগে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেন কিশোরীর বাবা-মা। আদালতে ব্যবসায়ী দাবি করেছিলেন, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। কিশোরীর বাবা-মা চক্রান্ত করে এ কাজ করেছেন।
নির্যাতিতার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার মাত্র এক মাস আগেই তিনি মুম্বইয়ের সাকিনাকা এলাকায় এসেছিলেন। তারপর থেকেই অভিযুক্ত এবং তার বন্ধুরা তাঁকে নিয়মিত হয়রানি করা শুরু করেন। তাকে ক্রমাগত তাঁকে অনুসরণ করা হতো এবং “আইটেম” বলে সম্বোধন করা হতো। ২০১৫ সালের ১৪ জুলাই, স্কুল থেকে ফেরার সময় অভিযুক্ত তার চুল টেনে ধরে এবং তাকে জিজ্ঞেস করেছিল, “কেয়া আইটেম কিধার জা রাহি হো?"
আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালান। এমনকি তিনি আদালতে আগাম জামিনও নেন। অভিযুক্তের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, ওই অভিযুক্ত এবং ওই নাবালিকা পরস্পরকে চিনত। ওদের দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। যেহেতু এই সম্পর্ক ওই নাবালিকার বাবা-মা মানতে পারছিল না সেই কারণে তাঁর মক্কেলের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ আনা হয়েছে।