মহারাষ্ট্রের (Maharashtra) নাসিক শহরে (Nashik City) নাকা এলাকার একটি দোকানের ভিতর থেকে উদ্ধার হল মানব শরীরের বিভিন্ন অংশ! আবাসনের বেসমেন্টের একটি দোকান বেশ কয়েকদিন ধরে বন্ধ ছিল। সম্প্রতি দোকানটি থেকে পচা গন্ধ বেরতে থাকে। এরপর রবিবার রাতে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ এসে দেখে, দোকানটি বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় জিনিসে ভর্তি। দোকানে থাকা দুটি বোতল খুলতেই দেখা যায় তার মধ্যে মানবদেহের চোখ, মস্তিষ্ক, কান ও মুখমণ্ডলের অন্যান্য অংশ সংরক্ষণ করে রাখা হয়েছে!
আরও পড়ুন: Nitish Kumar : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপর হামলা, ধৃত ১
দোকান থেকে পাওয়া দেহাবশেষ ফরেন্সিক টিমের হাতে তুলে দেওয়া হয়েছে। পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তাঁরা জানার চেষ্টা করেছেন কী ভাবে ওই দেহাবশেষ ওখানে এল।
পুলিশ জানতে পেরেছে ওই দোকান মালিকে দুই ছেলে চিকিৎসক। কাজেই খুনের পাশাপাশি অন্য সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।