দেশ জুড়ে বাড়ছে করোনার (Covid-19) নয়া প্রজাতি ওমিক্রনের (Omicron) দাপট।
এই আবহে নতুন বছরের ৩ জানুয়ারি থেকে দেশের কিশোর-কিশোরীদের টিকাকরণের (Vaccination) কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ঘোষণার পরেই সরকারি সূত্রে দাবি করা হয়েছে, প্রথম দফায় দেশের সাত কোটি কিশোর-কিশোরীকে টিকা দেওয়া হবে। একইসঙ্গে প্রথম দফায় প্রিকশন ডোজ পাবেন ১৩.৪ কোটি দেশবাসী।
আরও পড়ুন : Precaution Dose: দ্বিতীয় ডোজ নেওয়ার কতদিন পর নেওয়া যাবে তৃতীয় ডোজ!
বড়দিনের রাতে বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেছেন, স্কুল-কলেজের পড়ুয়াদের করোনা মুক্ত করতে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ করা হবে। সেই সঙ্গে তাঁর ঘোষণা ছিল, করোনা যোদ্ধা এবং কো-মর্বিডিটি থাকা ৬০ বছরের উপরের ব্যক্তিদের প্রিকশন ডোজ দেওয়া হবে। তাঁর এই ঘোষণার ফলে দেখা যাচ্ছে নতুন করে কোভিডের টিকা দেওয়া হবে ২০.৪ কোটি দেশবাসীকে। এরমধ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের বরাদ্দ হয়েছে ৭.৪ কোটি টিকা।
মূলত, ২০১১ সালের জনগণনা রিপোর্টের ভিত্তিতে ৭.৪ কোটি টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ সরকারের অনুমান, দেশে স্বাস্থ্যকর্মীদের সংখ্যা প্রায় দু’কোটি।
২০১১ সালের জনগণনা অনুযায়ী, ভারতে মোট ষাটোর্ধ্ব ব্যক্তিদের সংখ্যা মোট ১৩.৭৯ কোটি। একইসঙ্গে, ২০২০ সালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের ৭৫ শতাংশ বয়স্ক ব্যক্তি দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল কিছু নির্দিষ্ট শর্তের অধীনে ১২ বছরের বেশি বয়সিদের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে জরুরি ব্যবহারের অনুমোদন
দিয়েছে।