সবকিছু ঠিক থাকলে এবার থেকে আরও কম সময়ের মধ্যে হাওড়া থেকে যাওয়া যাবে পটনা। কারণ, রাজ্যের হাতে আসতে চলছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি এবং পুরীর পর চালু হতে চলেছে হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে পটনা আবার পটনা থেকে জসিডি, আসানসোল হয়ে হাওড়া ছুটবে এই নতুন ট্রেন। ভারতীয় রেল সূত্রে এমনটাই জানা গিয়েছে।
রেলর খবর, শনিবার পরীক্ষামূলক যাত্রা করছে নতুন এই বন্দে ভারত। পরীক্ষামূলক যাত্রার জন্য শনিবার সকাল ট্রেনটি সকালে পটনা থেকে ছেড়েছে। ট্রেনটি জসিডি স্টেশন পৌঁছাবে সকাল ১১টা নাগাদ। এর পর ১২টা ১৫ মিনিট নাগাদ এটি আসানসোল পৌঁছবে। হাওড়া ঢুকবে দুপুর আড়াইটে নাগাদ।
আরও পড়ুন : বিমানবন্দরের মতো ঝাঁ চকচকে হবে হাওড়া-শিয়ালদহের স্টেশন, বাংলার জন্য বরাদ্দ ৪৫৮ কোটি
আবার দুপুর ৩টে ৫৫ মিনিট নাগাদ হাওড়া ছাড়বে নতুন বন্দে ভারত। আসানসোল পৌঁছবে বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ। এর পর জোসিডি হয়ে পটনা পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ।
অর্থাৎ, হাওড়া থেকে পটনা এবং পটনা থেকে হাওড়া পৌঁছতে সময় লাগবে সাড়ে ৬ ঘণ্টার কাছাকাছি। শনিবার ট্রেনটির পরীক্ষামূলক যাত্রা সফল হলে আগামী ১৫ই অগস্ট থেকেই এই ট্রেন যাত্রীদের জন্য চালু করা হতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
হাওড়া-পটনা রুটের যাত্রীদের একাংশ মনে করছেন, নতুন এই বন্দে ভারত ট্রেন চালু হওয়ায় বাংলার সঙ্গে বিহারের যোগাযোগ আরও ভালো হবে।