স্পর্শকাতর (Sensetive) বিষয়ে আর কোনও রকম ভাবে রং চড়ানো যাবে না। শনিবার এক নির্দেশিকা প্রকাশ করে দেশের টেলিভিশন চ্যানেলগুলোকে সাফ জানিয়ে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রক (Information & Broadecasting Ministry)। মূলত, রাশিয়া (Russia)-ইউক্রেন (Ukraine) যুদ্ধ এবং সম্প্রতি দিল্লির জাহাঙ্গীরপুরির ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের এই নির্দেশ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
কী আছে কেন্দ্রীয় নির্দেশে ?
ওই নির্দেশিকায় কেন্দ্র দাবি করেছে, সম্প্রতি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলি কিছু ঘটনায় অনৈতিক, বিভ্রান্তিকর, স্পর্শকাতর সম্প্রচার করেছে। ব্যবহার করা হয়েছে সামাজিকভাবে অগ্রহণীয় ভাষা ও মন্তব্য। পাশাপাশি, অশ্লীল, মানহানিকর এবং সাম্প্রদায়িক রং চড়ানো হয়েছে সম্প্রচারে। এতে আইন সম্প্রচার আইনভঙ্গ হয়েছে। নির্দেশিকায় এরপরে আলাদা করে উল্লেখ করা হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও জাহাঙ্গিরপুরী সংঘর্ষের কথা।
কেন্দ্রের আরও অভিযোগ, চ্যানেলগুলি ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থার ভুয়ো বিবৃতি ব্যবহার করেছে। এবং উসকানিমূলক শিরোনাম ও ট্যাগলাইনও ব্যবহার করেছে। নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, চ্যানেলগুলির বহু সাংবাদিক ও সঞ্চালককেই দেখা গিয়েছে রং চড়িয়ে খবর পরিবেশন করতে।
উদাহরণ হিসেবে বলা হয়, ১৮ এপ্রিল একটি চ্যানেলে বলা হয় রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চলেছে ইউক্রেনে। এবং সেকথা বলতে আন্তর্জাতিক সংস্থাগুলির ভুয়ো বিবৃতি ব্যবহার করা হয়েছে। একই ভাবে জাহাঙ্গিরপুরীর খবর পরিবেশনে কেমন রং চড়ানো হয়েছে, সেই উদাহরণ দেওয়া হয়েছে নির্দেশিকায়। যেগুলির উল্লেখ করে এব্যাপারে সরকার গভীর ভাবে উদ্বিগ্ন।