মাদুরাই থেকে দিল্লির দিকে যাচ্ছিল একটি IndiGo বিমান। মাঝ আকাশে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিমানের এক বৃদ্ধ যাত্রী। তড়িঘড়ি জরুরি ভিত্তিতে নামানো হয় বিমান৷ তবুও হল না শেষ রক্ষা। বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। ইন্ডিগোর ৬ই-২০৮৮ বিমান শনিবার দিল্লির উদ্দেশ্যে যাওয়ার পথে বছর ষাটেকের অতুল গুপ্তের মুখ থেকে রক্ত বেড়িয়ে আসে। তাঁর গুরুতর অসুস্থতা দেখে ইন্দোরে বিমান নামানো হয়।
Joshimath Land Sinking: জোশীমঠ ডুবে যাওয়া নিয়ে আর কোনও তথ্য প্রকাশ নয়, কড়া নির্দেশিকা জারি NDMA-এর
বিকেল সাড়ে ৫ টা নাগাদ বিমান অবতরণ হয় ইন্দোরে। সেখান থেকেই স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে বৃদ্ধকে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা যাচ্ছে, হার্টের সমস্যা ছিল অতুল বাবুর সঙ্গে উচ্চ রক্তচাপ এবং সুগারের সমস্যাও ছিল।