কে হবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী? যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), নাকি অখিলেশ যাদব (Akhilesh Yadav)? এই নিয়ে বাজি লড়েছিলেন বাদাউনের বিজয় সিং এবং শের আলি। সে রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল নিয়ে উত্তেজনা ছিল এমনটাই। সে বাজি আবার মুখে মুখে বাজি নয়, খাতায় কলমে সই সাবুদ হয়ে চুক্তি হয়েছিল দু'পক্ষের। সাক্ষী ছিল গোটা গ্রাম।
ভোট গণনার (Election Result) ফলাফল তো এখন কারও অজানা নয়। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছে যোগী আদিত্যনাথের দল। ফলস্বরূপ অখিলেশ যাদবের সমর্থক শের আলির ৪ বিঘা জমি খোয়া গেছে বাজির শর্তমাফিক। অন্যদিকে রাতারাতি ৪ বিঘা জমির মালিক হয়েছেন বিজয় সিং।
বাজির সেই চুক্তিপত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।