বিবিসি'র বিতর্কিত তথ্যচিত্র 'ইন্ডিয়া: দ্য মোদী কেয়েশ্চেন'-এর আবহে আয়কর হানা (BBC IT raid) বলে সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধীরা। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra Tweet) টুইট করে লেখেন, 'বিবিসি'র দফতরে আয়কর হানার খবর পাচ্ছি! দারুণ! কী অপ্রত্যশিত ব্যাপার!' ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও টুইট করা হয়। সেখানে বলা হয়েছে, 'প্রথমে বিবিসি'র তথ্যচিত্রকে নিষিদ্ধ করা হয়েছিল। এবার বিবিসি'কে আয়কর দফতরের মাধ্যমে হেনস্তা করা হল'।
আরও পড়ুন: ভারতে BBC-র দিল্লি ও মুম্বই দফতরে আয়কর হানা, বাজেয়াপ্ত সংবাদমাধ্যম কর্মীদের মোবাইল
উল্লেখ্য, মঙ্গলবার সকালে বিবিসি'র দিল্লি ও মুম্বই কার্যালয়ে আয়কর দফতরের আধিকারিকরা (BBC IT raid) আসেন। যদিও, আয়কর দফতরের পক্ষ থেকে এই অভিযানকে 'হানা' না বলে বলা হচ্ছে 'সমীক্ষা'। সূত্রের খবর অনুযায়ী, বিবিসি'র দুই কার্যালয়ে গিয়ে সমস্ত সংবাদকর্মীদের ফোন বাজেয়াপ্ত করে নেন আয়কর আধিকারিকরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে দেশের রাজনৈতিকমহলে।
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই তথ্যচিত্রের জন্য নির্মাতা সংস্থার নিন্দা করা হয়েছিল। এদিকে এই ইস্য়ুতে ভারতের পাশেই দাঁড়িয়েছিল বিশ্বের একাধিক দেশ। এমনকী ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানির এই তথ্যচিত্রকে মান্যতা দেননি খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকও। এই আবহেই বিবিসির দিল্লি ও বম্বের অফিসে সমীক্ষা শুরু করল আয়কর বিভাগ।