স্বাধীনতা দিবসের (Independence Day 2022) প্রাক্কালে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত । লাল কেল্লার (Red Fort Security) বাইরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তাবাহিনী । কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে তুলনামূলক গুরুত্বপূর্ণ স্থানগুলি । ইতিমধ্যেই লাল কেল্লায় মহড়া শুরু হয়েছে । অন্যদিকে, রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে । মেট্রো স্টেশনগুলিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে । অন্যদিকে, মেট্রোর (Kolkata Metro) তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ১৫ অগাস্টের দিন কলকাতায় মেট্রো কম চলবে । অন্যান্য দিনের তুলনায় এদিন, মেট্রোর সংখ্যা কম থাকবে । তবে প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ।
দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে মোট ২৮৮টি মেট্রো চলে । তবে স্বাধীনতা দিবসের দিন মোট ১৮৮টি মেট্রো চলবে । শিয়ালদহ-সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আপ ও ডাউন মিলিয়ে ১৫ অগস্ট ৯০টি মেট্রো চালানো হবে । অন্যান্য দিনের তুলনায় ১০টি মেট্রো কম চালানো হবে ।
আরও পড়ুন, Mamata Banerjee : 'আমাদের কাছে ভারত মানে একতা,' সোশ্যাল মিডিয়ায় ডিপি বদলে লিখলেন মুখ্যমন্ত্রী
দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম ট্রেন ৬টা ৫০ মিনিটে । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৭টায়। শেষ মেট্রোর সময়সীমাতেও সেভাবে কোনও পরিবর্তন আসেনি । দমদম-কবি সুভাষ আপ-ডাউন মেট্রোর সময় ৯টা ৪০ মিনিট । আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটে । শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৭টায় । শেষে মেট্রোর সময়সূচিতেও কোনও পরিবর্তন হয়নি ।