দিল্লির অশোকা হোটেলে শুরু হল কেন্দ্রের বিরোধী জোট মঞ্চ INDIA-র বৈঠক। ওই বৈঠকে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, DMK নেতা এম কে স্টালিন, সমাজবাদি পার্টির নেতা অখিলেশ যাদব, শরদ পাওয়ার, লালু প্রসাদ যাদব সহ জোটের শরীক দলগুলির নেতা।
সূত্রের খবর, প্রথমে মঙ্গলবার বিকেল ৩টে থেকে বৈঠক শুরুর কথা থাকলেও পরে সময় পরিবর্তন করা হয়। এবং ৪টে থেকে শুরু হয়েছে বৈঠক। আসন্ন লোকসভা নির্বাচনের আসন বণ্টনের বিষয়টি নিয়ে এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর পাশাপাশি তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবির প্রসঙ্গেও আলোচনা হতে পারে এদিনের এই বৈঠকে।
এর আগে সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দীর্ঘক্ষণ বৈঠক করেন তাঁরা। তার আগে অবশ্য সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এরাজ্যে বাম কংগ্রেসের সঙ্গে জোট করতে তাঁর কোনও সমস্যা নেই।