চলতি মাসেই ফের বৈঠকে বসতে চলেছে কেন্দ্রের বিরোধী জোট মঞ্চ INDIA। ডিসেম্বর মাসের ১৮, ১৯ এবং ২০ তারিখের মধ্যে ওই বৈঠক হতে পারে। দিল্লিতে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, ওই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে পারে লোকসভা ভোটের আসনরফা। তৃণমূল সূত্রে খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। ডিসেম্বরের পর জানুয়ারি মাসেও আরও একটি বৈঠক হতে পারে বলে খবর পাওয়া গিয়েছে।
এদিকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দিল্লিতে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া টাকার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।