বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ওই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছিলেন আগেই। সূত্রের খবর তারপরেই ওই বৈঠক স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে ভরাডুবির পর তড়িঘড়ি INDIA জোটের বৈঠক ডাকেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। কিন্তু ওই বৈঠকের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। এমনকি, অখিলেশ যাদব এবং নীতীশ কুমারও ওই বৈঠকে উপস্থিত না থাকার সম্ভাবনা ছিল।
INDIA জোটের বৈঠক নিয়ে যে সমন্বয়ের অভাব রয়েছে তা প্রথম দিন থেকেই স্পষ্ট। চার রাজ্যে ভোটের ফল প্রকাশের দিনেই বৈঠকের দিন ঘোষণা করা হয়। মল্লিকার্জুন খড়গের বাসভবনেই ওই বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকের বিষয়ে আগে থেকে কোনও আলোচনা হয়নি বলে জানয়েছেন অনেকেই। সূত্রের খবর সেকারণেই বৈঠক বাতিল করা হয়েছে।