বিরোধী জোট ইন্ডিয়ার পরবর্তী বৈঠক আগামী ১৯ ডিসেম্বর। বিরোধী শিবির সূত্রে এমনই জানা গিয়েছে। আগেই জানা যায়, পটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর চতুর্থ বৈঠক হবে রাজধানী দিল্লিতে। শেষ পর্যন্ত কোন কোন দল এই বৈঠকে যোগ দেবেন, তা নিয়ে যদিও সংশয় আছে।
তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বিরোধী শিবিরে ফাটল ধরেছে। মধ্যপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির মতান্তর প্রকাশ্যে এসেছিলেন। সূত্রের খবর, পুরনো বিবাদ ভুলে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন অখিলেশ যাদব। এই বৈঠকে আসন রফার বিষয়টি চূড়ান্ত করতে চাইছে বিরোধী শিবির। পাঁচ রাজ্যের নির্বাচনী ফলে কংগ্রেসের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলতে পারে আঞ্চলিক দলগুলি। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসকে অনেকটা নমনীয় মনোভাব রাখতে হবে।
পাঁচ রাজ্যে ভোটের ফলঘোষণার দিনই কংগ্রেস ঘোষণা করেছিল ৬ ডিসেম্বর ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক। কিন্তু অল্প সময়ের মধ্যে বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয়, জানিয়ে দেন অধিকাংশ বিরোধী নেতা। শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে সংসদে কক্ষ সমন্বয় নিয়ে ঘরোয়া বৈঠক হয়।