চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে আসন বণ্টনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একমত হয়েছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী জোট INDIA-র শরীক দলগুলি। সূত্র মারফত এমনই খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৪টে থেকে শুরু হওয়া ওই বৈঠকে এবিষয়ে বিস্তর আলোচনা হয়েছে।
এদিকে বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ করা হোক কংগ্রেস সভাপতিকে। এমনই প্রস্তাব দিয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি INDIA জোটের চতুর্থ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তবে মঙ্গলবারের বৈঠকে এনিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলেই খবর।