লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে যন্তরমন্তরে ধর্না ও বিক্ষোভে সামিল হলেন বিরোধী জোট INDIA-র অংশগ্রহণকারী দলের নেতারা। ওই বিক্ষোভ মঞ্চে রয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, NCP নেতা শরদ পাওয়ার, CPIM নেতা সীতারাম ইয়েচুরি সহ প্রমূখ।
এবিষয়ে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, সাধারণ মানুষের জানা উচিত গণতন্ত্রের কেমন অবস্থা। ইতিহাসে এই প্রথম একসঙ্গে ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।
এদিকে INDIA জোটের তরফে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকারকে সরাতে পারলেই এই পরিস্থিতি পরিবর্তিত হবে। পাশাপাশি কংগ্রেস নেতার দাবি, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যুবদের চাকরি দিতে ব্যর্থ। সেকারণে তাঁরা সংসদের ভিতরে ঢুকে পড়ছে।