করোনা আবহেই সারা দেশজুড়ে উদযাপিত হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day)। এ'দিন সকালেই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে দেশের জন্য প্রাণ বলিদান দেওয়া সেনাবাহিনীর সদস্যদের শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
চিরাচরিত প্রথা মেনেই তারপর হল পরম বীর চক্র, অশোক চক্র প্রদান। অতিমারীর কারণে ২০২২ এর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হল একগুচ্ছ কোভিড বিধি মেনে।
১৫ বছরের ওপর যাদের বয়স, তাঁদের করোনা টিকার (Corona vaccine) দুটো ডোজ নেওয়া থাকলে তবেই মিলেছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখার অনুমতি।
আরও পড়ুন: ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে রাজপথজুড়ে শোভা বাড়াবে কোন কোন যুদ্ধবিমান
ভারতের স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণীয় করে রাখতে ফ্লাইপাস্ট করল ৭৫টি বিমান বা কপ্টার। প্রজাতন্ত্র দিবসের প্যারাডে অংশ নিয়েছিল ২১ টি ট্যাবলো।