নতুন করে শুরু হয়েছে কোভিডের বাড়বাড়ন্ত। হুহু করে বাড়ছে দেশে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১২,১৯৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন করোনায়। সক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪২ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬৭ হাজার ৫৫৬।
এই মুহূর্তে দেশে করোনায় মৃত্যু হার ১.১৮ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দেশের মোট আক্রান্তের ০.১৫ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। গত বৃহস্পতিবার এক লাফে দৈনিক সংক্রমণ বেড়েছিল ২০%। ইতিমধ্যেই দেশের হাসপাতালগুলিতে করোনা মোকাবিলার মহড়া শেষ হয়েছে।