শনিবারও দেশে দৈনিক কোভিড গ্রাফ (Covid Daily Graph)উর্ধ্বমুখী । প্রায় চার হাজার ছুঁইছুঁই করোনা সংক্রমণ (Covid Cases) ।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩,৮০৫ জন । কমেছে করোনায় মৃত্যুর (Death) সংখ্যা । একদিনে মৃত্যু হয়েছে ২২ জনের । দেশে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২০,৩০৩ ।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ (Recovery) হয়ে উঠেছেন ৩,১৬৮ জন । যা দৈনিক আক্রান্তের তুলনায় কম । এখনও পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৫ লক্ষ ৫৪ হাজার ৪১৬ জন । বেড়েই চলেছে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা । দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ৬১৫ জন ।
দেশে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৯৮ হাজার ৭৪৩ । মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ২৪ জন । গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ১৭ লক্ষ ৪৯ হাজার ৬৩ জন । মোট টিকাকরণ হয়েছে ১৯০ কোটি ৯৪ হাজার ৯৮২ জন দেশবাসীর।