মঙ্গলবার দেশে আরও কমল করোনার দৈনিক সংক্রমণ । সোমবারের রিপোর্টে আক্রান্তের (India Covid Graph) সংখ্যা ছিল ১৬, ৬৭৮ । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত (Covid-19 Cases) হয়েছেন ১৩, ৬১৫ জন । কমেছে মৃতের সংখ্যাও । গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু (Covid Death) হয়েছে ২০ জনের ।
দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বাড়ছে । বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগী (Active Covid Cases) ১,৩১,০৪৩ । তবে পজিটিভিটি রেট কমেছে । দৈনিক পজিটিভিটি রেট ৩.২৩ শতাংশ । গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে মোট আক্রান্তের মধ্যে সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা কেরালায় । সে রাজ্যে একদিনে কোভিডে আক্রান্ত হয়েছেন, ২,৫৩২ । এরপরেই রয়েছে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র ।
আরও পড়ুন, Kolkata-Deoghar Flight service: শ্রাবণী মেলার আগেই ৭৫ মিনিটে বাবাধাম, আজ থেকে কলকাতা-দেওঘর উড়ান
এদিকে, সুস্থতার হার তুলনামূলক কম । গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩,২৬৫ জন । এই মুহূর্তে দেশে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২৯ লাখ ৯৬ হাজার ৪২৭ । দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৩৬ লাখ ৫২ হাজার ৯৪৪ । দেশে মোট টিকাকরণ হয়েছে ১৯৯ কোটি ৫৯ হাজার ৫৩৬ । এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ১০ লাখ ৬৪ হাজার ৩৮ ।