দেশের করোনা গ্রাফে (India Covid Update) সামান্য স্বস্তি । কমল দৈনিক সংক্রমণ । সোমবারের তুলনায় মঙ্গলবার প্রায় দেড় হাজারের মতো সংক্রমণ কমেছে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘম্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭,৬৩৩ জন । সোমবার সেই সংখ্যাটা ছিল ৯ হাজার ১১১ । পাঁচ রাজ্য থেকে একদিনে মৃত্যু হয়েছে ১১ জনের ।
দেশে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ১৫২ । স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ১১ জনের মধ্যে চারজনই দিল্লির বাসিন্দা । অন্যদিকে, কেরালা থেকেও ৪ জনের মৃত্যু হয়েছে । পঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক থেকে এক জন করে মৃত্যুর খবর সামনে এসেছে ।
আরও পড়ুন, Covid in Bengal : বাড়ছে করোনা, বাংলায় ফিরতে পারে মাস্ক, কী পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী ?
গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৭০২ জন । অ্যাক্টিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ২৩৩ ।