বেশ কয়েকদিন ধরেই দেশে দৈনিক কোভিড গ্রাফ উর্ধ্বমুখী (India Daily Covid Graph) । শনিবার দেশে আরও বাড়ল কোভিডের দৈনিক সংক্রমণ (Covid-19 cases) । ১৩ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৩,২১৬ জন । একদিনে মৃত্যু (Covid Death) হয়েছে ২৩ জনের ।
দৈনিক আক্রান্ত ১৩ হাজারের মধ্যে মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৪,১৬৫ । অন্যদিকে, কেরালায় ৩,১৬২ জন একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন । এরপরেই রয়েছে দিল্লি । এখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১,৭৯৭ জন । যা শুক্রবারের তুলনায় ৩৫ শতাংশ বেশি । এই তিন রাজ্যেই করোনা পরিস্থিতি সবথেকে বেশি উদ্বেগজনক ।
আরও পড়ুন, West Bengal Covid 19: রাজ্যে নতুন করে আক্রান্ত ২৯৫ জন, দৈনিক সংক্রমণের হার ২.৬২ শতাংশ
এদিকে, দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে । যেখানে কয়েকদিন আগেও সংখ্যাটা ১০ বা ১১ হাজারে ছিল, সেখানে বর্তমানে অ্যাকটিভ কেস ৬৮ হাজারের গণ্ডি পার করেছে । বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৬৮,১০৮ । সুস্থতার হারও কম । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮,১৪৮ জন । দেশে এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৮৪৫ জন ।
দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ২.৭৩ শতাংশ । এখনও পর্যন্ত দেশে ১৯৬ কোটি ৪২ হাজারের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে শুক্রবার ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষের বেশি মানুষ ।