দেশে ফের উর্ধ্বমুখী কোভিড গ্রাফ । মঙ্গলবারের তুলনায় বুধবার বাড়ল দৈনিক সংক্রমণ । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ২,০৬৭ জন । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০ জনের । মঙ্গলবার মাত্র একজন কোভিডে প্রাণ হারিয়েছিলেন ।
দিল্লিকে নিয়ে উদ্বেগ কমছে না । মঙ্গলবার রাতের রিপোর্ট অনুযায়ী, একদিনে প্রায় ২৬ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ । এদিন, দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩২ । তবে পজিটিভিটি রেট ৭.৭২ শতাংশ থেকে কমে হয়েছে ৪.৪২ শতাংশ । চিকিৎসকরা জানাচ্ছেন, আগামীদিনে দিল্লিতে করোনা সংক্রমণ আরও বাড়বে । এই পরিস্থিতিতে কোভিড টেস্টের উপর জোর দিয়েছে প্রশাসন । ফের মাস্ক ও অন্যান্য কোভিডবিধি পালনে কড়াকড়ি করছে দিল্লি ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ (Recovery)হয়ে বাড়ি ফিরেছেন ১,৫৪৭ জন । সক্রিয় কোভিড রোগীর (Active Covid19 Cases) সংখ্যাও বাড়ছে । বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১২,৩৪০ জন । করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৫ লাখ ১৩ হজার ২৪৮ জন ।
দেশে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৪৭ হাজার ৫৯৪ জন । মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২২ হাজার ৬ জনের ।