স্বস্তি দিচ্ছে দেশের করোনার দৈনিক গ্রাফ (India Covid Graph) । পরপর দু'দিন অনেকটাই কমল করোনা আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৩৪ জন । গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ (Covid Death) হারিয়েছেন ৩৪ জন ।
কয়েকদিন ধরে দেশে অ্যাক্টিভ কেসের (Active Covid-19 Cases) ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ে চিন্তা বাড়ছিল । তবে, মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, সোমবারের তুলনায় মঙ্গলবার সক্রিয় করোনা রোগীর সংখ্যা অনেকটাই কমেছে । দেশের সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ১,৩৯, ৭৯২। দেশে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৩ লক্ষ ৮৩ হাজার ৭৮৭ জন । দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে তামিলনাড়ু । মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে । উদ্বেগ বাড়াচ্ছে কেরল, কর্নাটক, দিল্লি ।
আরও পড়ুন, West Bengal Covid19 Update : স্বস্তি দিয়ে রাজ্যে করোনা ৫০০-এর নীচে, দক্ষিণ দিনাজপুরে শূন্য
গত ২৪ ঘণ্টায় দেশে ২৬ লক্ষের বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন । এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে ২০৪ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষকে ।