শুক্রবার কিছুটা বাড়লেও ফের দেশের কোভিড গ্রাফে রদবদল। শনিবার কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ২২৬। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৭ হাজার ৮৯১। বর্তমানে ভারতে সক্রিয় করোনা আক্রান্ত ৩৬৫৩ জন।
এখনও পর্যন্ত ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে মোট ২২০.১০ কোটি। এর মধ্যে ৯৫.১৩ কোটি দ্বিতীয় ডোজ এবং ২২.৪০ কোটি সতর্কতামূলক ডোজ(Covid Booster Dose)। গত ২৪ ঘন্টায় ৯১,৭৩২ টি ডোজ দেওয়া হয়েছে।
অন্যদিকে, চিনের(China on Covid) কাছে করোনার সঠিক তথ্য চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'। শুক্রবার চিন প্রশাসনের সঙ্গে বৈঠকে সে দেশের বর্তমান কোভিড পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা(WHO on Covid)। তাঁদের দেওয়া তথ্য থেকে যাতে আগামীতে অন্যান্য দেশও সতর্ক হতে পারে, তাই কোভিডের সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে দিতে বলা হয়েছে শি জিনপিং সরকারকে(Xi Jinping Govt.)।