দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ (India Covid Update) । শনিবারের তুলনায় রবিবার ফের করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে । সরকারি পরিসংখ্যান বলছে, একদিনে ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Cases) হয়েছেন ৪,২৭০ জন । কোভিডে একদিনে মৃত্যু (Covid Deaths) হয়েছে ১৫ জনের ।
সুস্থতার হার (Recovery Rate) নিম্নমুখী । একদিনে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ২,৬১৯ জন । যা দৈনিক আক্রান্তের তুলনায় কম । দেশে এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৭৩ । অ্যাকটিভ কেসও (Active Case) বাড়ছে । বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৪, ০৫২ জন ।
আরও পড়ুন, West Bengal Covid Update : রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ৩১ , সংক্রমণের হার কমে ০.২৮ শতাংশ
দেশে এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৮১৭ । মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৬৯২ জন । ইতিমধ্যে দেশে ১৯৩ কোটি ৯ লক্ষের বেশি নাগরিক কোভিড ভ্যাকসিন নিয়েছেন ।
কোভিডের উর্ধ্বমুখী গ্রাফ চিন্তা বাড়াচ্ছে । সংক্রমণ বাড়তে থাকায় পাঁচ রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র । পাঁচ রাজ্যের মধ্যে রয়েছে তামিলনাড়ু, কেরল, তেলাঙ্গানা, কর্নাটক ও মহারাষ্ট্র । এই পরিস্থিতিতে দেশজুড়ে জোরকদমে চলছে টিকাকরণ । প্রিকশন ডোজ দেওয়াও শুরু হয়েছে বহুদিন । এদিকে, কোভিড প্রতিষেধকের বুস্টার শটের জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকাকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার । ‘বায়োলজিক্যাল ই’ নামে ওই সংস্থার তৈরি কোর্বেভ্যাক্স প্রতিষেধককে (Covid Vaccine Corbevax) ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)।