দেশে করোনা পরিস্থিতি (India Covid Update) উদ্বেগের । অ্যাকটিভ কেসের (Active Covid Cases) সংখ্যা বাড়ছে, কমছে সুস্থতার হার । তবে মঙ্গলবার দেশে সামান্য কমল কোভিডের দৈনিক সংক্রমণ । চার হাজারের নিচে নেমেছে করোনা আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৭১৪ জন । একদিনে মৃত্যু (Covid Death) হয়েছে ৭ জনের । দৈনিক সংক্রমণ কমলেও এই মুহূর্তে উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র (Maharashtra) । মহারাষ্ট্রে পাঁচ দিনে ৫০ শতাংশ বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা ।
গত দুবছরে করোনার সবথেকে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্র (Maharshtra Covid Cases) । সরকারি পরিসংখ্যান বলছে, মোট আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে মহারাষ্ট্র । এদিকে, ফের দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে মহারাষ্ট্রে । রাজ্যে সোমবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,০৩৬ জন । মহারাষ্ট্রে শেষ পাঁচ দিনে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা । সংক্রমণ বাড়তে থাকায় টানা কয়েক সপ্তাহ পর করোনা সংক্রামিতের দৈনিক গড় ছুঁয়েছে হাজার ।
আরও পড়ুন, West Bengal Covid Update : দৈনিক সংক্রমণের হার বাড়ছে, রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ৫৩
মহারাষ্ট্রের কোভিডের ক্রমবর্ধমান পরিস্থিতি দেখে সোমবার উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে বসেছিল মহারাষ্ট্র সরকার । নতুন করে বিধিনিষেধ আরোপ করা ও মাস্ক বাধ্যতামূলক করা হবে কি না সেই বিষয়ে ও হাসপাতালের পরিকাঠামো নিয়ে আলোচনা হয়েছে বলে খবর ।
যদিও এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তির মতো অবস্থা তৈরি হয়নি বলে জানাচ্ছে উদ্ধব সরকার । মহারাষ্ট্রের মোট করোনা আক্রান্তের ৬৭.২৮ শতাংশই মুম্বইয়ের । এর পরেই রয়েছে থানে (১৭.১৭ শতাংশ), পুণে (৭.৪২ শতাংশ), রায়গড় (৩.৩৬ শতাংশ) এবং পালঘর (২ শতাংশ) । সংক্রমণ বাড়তে থাকলে ফের করোনা বিধিনিষেধ চালু হতে পারে মহারাষ্ট্রে ।
বেশ কয়েক সপ্তাহ ধরে দেশে উর্ধ্বমুখী কোভিড গ্রাফ । মঙ্গলবার সংক্রমণ কিছুটা কমেছে ঠিকই । তবে, নতুন করে করোনা আতঙ্ক নিয়ে উদ্বেগ রয়ে যাচ্ছে । তার উপর মহারাষ্ট্রের পরিস্থিতি আরও চিন্তা বাড়াচ্ছে । নতুন করে করোনা স্ফীতির জন্য ওমিক্রনের বিএ.৪ এবং বিএ.৫ রূপকে দায়ী করছেন বিশেষজ্ঞরা ।
মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, একদিনে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ২,৫১৩ জন । যা দৈনিক আক্রান্তের তুলনায় কম । দেশে এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৩৬৫ । অ্যাকটিভ কেসও (Active Case) বাড়ছে । বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৬,৯৭৬ জন ।