শনিবারের তুলনায় রবিবার দেশে সামান্য কমল কোভিড সংক্রমণ (Daily Covid Graph) । এদিকে, বেড়েছে মৃতের (Death Toll) সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩,৪৫১ জন । একদিনে মৃত্যু হয়েছে ৪০ জনের ।
উদ্বেগ বাড়াচ্ছে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা (Active Covid-19 Cases) । বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ২০,৬৩৫, যা শনিবারের তুলনায় সামান্য বেশি । দেশে অ্যাকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.০৫ শতাংশ । সুস্থতার হারও কম । গত ২৪ ঘণ্টায় সুস্থ (Recovery) হয়েছেন ৩,০৭৯ জন । এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৫৭ হাজার ৪৯৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন ।
দেশে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ২ হাজার ১৯৪ জন । মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৬৪ জন । গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ১৭ লাখের বেশি । মোট টিকাকরণ হয়েছে ১৯০ কোটি ২০ লক্ষ ৭ হাজার ৪৮৭ জন দেশবাসীর।