করোনা ভাইরাসের (Covid-19) নতুন ভ্যারিয়্যান্টের দাপটে উদ্বেগজনক পরিস্থিতি চিনে (China) । হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়ছে । ফের দু'বছর আগের স্মৃতি ফিরে আসছে মানুষের মনে । আতঙ্কে রয়েছে ভারতও । কিন্তু, চিনের মতো পরিস্থিতি এদেশে তৈরি হবে না বলে আশ্বস্ত করলেন এইমসের প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া (Randeep Guleria) । তাঁর কথায়, মানুষের মধ্যে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে, তার জোরেই দু'বছর আগের পরিস্থিতির সম্মুখীন হতে হবে না ভারতকে ।
এইমসের প্রাক্তন ডিরেক্টর জানিয়েছেন, কোভিডের বিরুদ্ধে দেশবাসীর শরীরে স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে । মূলত ভ্যাকসিন এবং ভাইরাসের সংস্পর্শে থাকার জন্যই এই ক্ষমতা তৈরি হয়েছে বলে দাবি করেছেন তিনি । সেক্ষেত্রে অধিকাংশ ভারতবাসীর শরীরে কোভিডের বিরুদ্ধে মিশ্র প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ায় এখানে নতুন করে কোনও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে না ।
আরও পড়ুন, Covid 19 in China: কোভিড আক্রান্তের পরিসংখ্যান লুকোচ্ছে চিন, দাবি সংবাদমাধ্যমে
উল্লেখ্য, ওমিক্রনের নয়া প্রজাতি BF.7-এর সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। চিনে দৈনিক সংক্রমণ রেকর্ড হারে বাড়ছে। এরপর কোভিড নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছে ভারতও।