RG Kar Case: RG কর কাণ্ডের পরেই তৎপর দিল্লি, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে বাড়ছে নিরাপত্তা

Updated : Aug 19, 2024 20:19
|
Editorji News Desk

RG কর কাণ্ডের পরই কেন্দ্রীয় সরকারের হাসপাতালগুলিতে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। এবিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রতিটি হাসপাতালে নিরাপত্তাকর্মীর সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি করা হবে। একইসঙ্গে অতিরিক্ত CC ক্যামেরা এবং অন্য নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম ব্যবহার করা হবে। 

কী জানিয়েছেন স্বাস্থ্যসচিব?
সংবাদসংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অপূর্ব চন্দ্র বলেছেন, "প্রতিটি কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ২৫ শতাংশ করে নিরাপত্তারক্ষীর বৃদ্ধি করা হবে। এছাড়াও নিরাপত্তা সংক্রান্ত কোনও সাহায্যের জন্য মার্শাল নিয়োগ করা হবে। এবং CCTV-র সংখ্যাও বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।" 

RG কর কাণ্ডের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য যেমন সামনে এসেছে তেমনই নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার দিন কেন পর্যাপ্ত নিরাপত্তা ছিল না হাসপাতালে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

এরপর পশ্চিমবঙ্গ সরকারের তরফেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মহিলাদের আলাদা বিশ্রাম ঘর, বিশেষ অ্য়াপ, CCTV ক্যামেরা বসানো সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই মধ্যে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণাধীন হাসপাতালগুলিতেও নিরাপত্তা জোরদার করা হচ্ছে। 

মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ডে সারা রাজ্য উত্তাল। প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় মিটিং মিছিল ও প্রতিবাদ সংগঠিত হচ্ছে। সোমবারও কলকাতায় মিছিল করেন চিকিৎসকরা। ন্যায় বিচারের দাবিতে তাঁদের ওই মিছিল বলে জানা গিয়েছে। 

Hospital

Recommended For You

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর