গালওয়ান সংঘর্ষের পর প্রথম মুখোমুখি বৈঠকে ভারত-চিন। দিল্লিতে কোঅপারেশন অর্গানাইজেশন বৈঠকের মাঝে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী মুখোমুখি বৈঠক করেন। সীমান্ত নিয়ে চিনকে কড়া বার্তা দিয়েছে ভারত।
এদিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফু। একটি বিবৃতি দিয়ে ভারত সরকার জানিয়েছে, "ভারতের প্রতিরক্ষা মন্ত্রী চিনকে সীমান্ত সংক্রান্ত সব শান্তি ও স্বচ্ছতা রাখার বার্তা দিয়েছে।" ওই বিবৃতি থেকে জানা গিয়েছে, LAC নিয়ে ভারত ও চিনের মধ্যে যে চুক্তি আছে, তা সীমান্ত শান্ত না হলে কোনও ভাবেই মেনে চলা ভারতের পক্ষে সম্ভব নয়।
এর আগে সীমান্ত সংক্রান্ত সমস্যা নিয়ে দুই দেশের সেনার মধ্যে ১৮ দফা কথা হয়। কিন্তু কোনও ফলাফল আসেনি। এরপরই দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রক SCO বৈঠক চলাকালীন এই নিয়ে আলোচনায় বসে। শুক্রবার থেকে নয়াদিল্লিতে শুরু SCO বৈঠক। অংশ নিচ্ছেন চিন, কাজাখাস্তান, রাশিয়া, কিরঘিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, ২০২০ সালে পূর্ব লাদাখের গলওয়ানে দুই দেশের সেনা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। দুই পক্ষের একাধিক সেনাকর্মীর প্রাণ যায়। এরপর থেকেই দুই দেশের সর্বোচ্চ স্তরে কোনও বৈঠক হয়নি। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। সূত্রের খবর, পূর্ব লাদাখ ও সীমান্তের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর আলোচনা হতে পারে।