Ukraine : ভয়ঙ্কর হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ, ঝুঁকি না নিয়ে পোল্যান্ডে দূতাবাস সরানোর সিদ্ধান্ত ভারতের

Updated : Mar 13, 2022 20:27
|
Editorji News Desk

রুশ (Russia)-ইউক্রেন (Ukraine) যুদ্ধে আর ঝুঁকি নিতে পারল না ভারত (India)। পরিস্থিতির অবনতি হচ্ছে, এটা বুঝতে পেরেই ইউক্রেনের রাজধানী কিয়েভ (Kyiv) থেকে দূতাবাস (Ambassy) সরানোর সিদ্ধান্ত নেওয়া হল। আপাতত পোল্যান্ড (Poland) থেকে ইউক্রেনের যাবতীয় কাজ করবেন ভারতীয় দূতাবাসের কর্মীরা। রবিবার একটি টুইট করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, যুদ্ধপরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি কতটা গুরুতর তা বুঝিয়ে তিনি লেখেন, ‘ইউক্রেনে পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। বিশেষ করে দেশের পশ্চিমাংশে হামলা ক্রমেই বাড়ছে। তাই আপাতত ইউক্রেনের ভারতীয় দূতাবাসকে সাময়িক ভাবে পোল্যান্ডে স্থানান্তরিত করা হবে বলে ঠিক করা হয়েছে।’

রবিবার রাশিয়া জানিয়ে দিয়েছে, কিয়েভকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে।   যে কোনও সময়ে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভিতরে প্রবেশ করবে রুশ সেনা। তবে সেই দাবি সত্যি কি না তা নিয়ে এখনও সংশয় আছে। কেননা এর আগেও কিয়েভের ভিতরে ঢোকার দাবি করেছিল মস্কো। কিন্তু শেষপর্যন্ত তারা সফল হয়নি। এই পরিস্থিতিতে ভারত কোনওরকম ঝুঁকি না নিয়েই ইউক্রেন থেকে দূতাবাস পড়শি রাষ্ট্র পোল্যান্ডে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : আন্তর্জাতিক নিয়মকে বুড়ো আঙুল, এবার ইউক্রেনের ধর্মীয় স্থানেও হামলা রাশিয়ার

প্রসঙ্গত, ইউক্রেনে আটকে থাকা সমস্ত ভারতীয়কেই উদ্ধার করে দেশে ফেরানো হয়েছে বলে এর আগে জানিয়েছিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। ফলে এখন যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আর কোনও ভারতীয় নেই বলে অনুমান। এই অবস্থায় ভারত আর অকারণে ঝুঁকি বাড়াতে চাইছে না। তবে কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি বদলালে তার ভিত্তিত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

KyivRussia Ukaine WarIndia

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন