স্বস্তি বাড়িয়ে মঙ্গলবার দেশে ২ লাখের নীচে নামল দৈনিক সংক্রমণ (Daily Covid Cases) । কিন্তু, উদ্বেগ বাড়াচ্ছে মৃতের (Death) সংখ্যা । ইতিমধ্যেই করোনায় মৃত্যু হাজার পার করেছে । মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে নতুন করে কোভিডে (Covid-19) আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৯ জন । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৯২ জনের । দেশে মোট সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১৭ লাখ ৪৩ হাজার ৫৯ জন ।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ (Recovery) হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৭৬ জন । এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৯২ লাখ ৩০ হাজার ১৯৮ জন । মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, দেশে পজিটিভিটি রেট (Daily Positivity Rate) ১৫.৭৭ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৬৯ শতাংশ ।
আরও পড়ুন, WB Covid Guideline: নবান্নর নির্দেশে আজ থেকে খুলছে পর্যটন কেন্দ্র, যাত্রী বাড়ছে লোকাল-মেট্রোতে
দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ৪৯৯ । মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৬ হাজার ২৪২ জন । দেশে মোট ভ্যাকসিনেশন (Vaccination) হয়েছে ১৬৬ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ২০৪ ।