বুধবার দেশে বাড়ল কোভিডের দৈনিক সংক্রমণ । ফের হাজার ছাড়াল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,০৮৮ জন । মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৭৯৬ জন । গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ (Covid Death) হারিয়েছেন ২৬ জন । একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১,০৮১ জন ।
দেশে সক্রিয় করোনা আক্রান্তের (Active Cases) সংখ্যা কমছে । বর্তমানে দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১০,৮৭০ । দেশে এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ (Recovery) হয়ে উঠেছেন ৪ কোটি ২৫ লক্ষ ৫ হাজার ৪১০ জন ।
দেশে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৩৮ হাজার ১৬ জন । মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৭৩৬ জনের । এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ১৮৬ কোটি ৭ লাখ ৬ হাজার ৪৯৯ কোটি দেশবাসী ।
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন । সেখানে কেরালায় আক্রান্ত ২৯৮ জন । অন্যান্য রাজ্যগুলির তুলনায় কেরালাতেই দৈনিক আক্রান্ত বেশি ।